× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিপণ না পেয়ে ৯ বছরের শিশুশিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২১:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটে অপহরণ করে মুক্তিপণের টাকা না পেয়ে ৯ বছরের মাদ্রাসাশিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরটারী গ্রামে সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম শাকিল। তার মা একজন দৃষ্টিপ্রতিবন্ধী নারী। তার বাবা শফিকুল ইসলাম আরেক সন্তান নিয়ে চট্টগ্রামে থাকেন। শাকিল তার নানির সঙ্গে লালমনিরহাটে থাকত এবং পাশের একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ত।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মার্চ সকাল থেকে নিখোঁজ ছিল শাকিল। ওইদিন রাতে একটি নম্বর থেকে কল দিয়ে তিন লাখ টাকা দাবি করে শাকিলের পরিবারের কাছে। পরে পরিবার সেই নম্বর সদর থানায় সরবরাহ করে। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় পুলিশ সেই নম্বর ব্যবহারকারী সোহানকে চিহ্নিত করে। এরপর সোহান, তার বাবা ও মাকে আটক করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদে শাকিলকে হত্যা করে সুপারি গাছে রাখার কথা স্বীকার করেন তারা। তাদের দেওয়া তথ্যে মঙ্গলবার বিকালে লালমনিরহাট সদর থানার পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় সোহানের বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শাকিলের মরদেহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর এ সার্কেল (এসপি) ফজলুল হক জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তিনজনকে আটকের পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেওয়া তথ্যমতে সদর উপজেলার ওই ইউনিয়নের ফকিরটারী গ্রাম থেকে শাকিলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা