× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষকের প্রকাশ্য শাস্তির আইন চান চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২১:২৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ধর্ষকের প্রকাশ্য শাস্তির আইন চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তবে এই আইন পাশে ‘বৈধ সংসদ’ লাগবে জানিয়ে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ তাদের সকল মৌলিক অধিকার হারিয়েছে। ১৫ বছরে শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছে। ফলে দেশের কোথাও এখন নারীদের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় নগর মহিলা দলের মানববন্ধন ও সমাবেশে তিনি এই দাবি জানান। দেশজুড়ে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর মহিলা দল এই কর্মসূচির আয়োজন করে।

সম্প্রতি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির নাম উল্লেখ করে চসিক মেয়র বলেন, এই ধরনের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনের ধারাবাহিকতার ফল। আওয়ামী লীগের একতরফা নির্বাচনের সময় নোয়াখালীর সুবর্ণচরে বিএনপিকে ভোট দেওয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছিল। আমাদের এখন আগের প্রথা ভেঙে রাষ্ট্রকে একটা নৈতিক জায়গায় আনতে হবে। একটা বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর পরিচালনায় এতে অংশ নেন- নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মহিলা দলের সহ-সভাপতি সকিনা বেগম, মারিয়া সেলিম, আশরাফী বিনতে মোতালেব, রেনুকা বেগম, রেজিয়া বেগম মুন্নী, মাহমুদা আক্তার ঝর্ণা, ফারহানা জসিম, যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, শামসুন্নাহার প্রেমা, জাহানারা চৌধুরী, কামরুন নাহার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা