× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৮ পরিবারের বসতঘর পুড়ে ছাই

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২০:৫৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ৮ পরিবারের বসতঘর। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় দিকে পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, প্রথমে দিনমজুর বদিউল আলমের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকলবাহিনীর কর্মীরা ঘটনা স্থলে ছুঁটে আসে। তার আগেই ৮ পরিবারের ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট অগ্নিকাণ্ডে বদিউল আলম, শহিদুল ইসলাম, নুরুল হক, আব্দুল্লাহ,আব্বাসসহ তাদের সন্তানদের নিয়ে আলাদাভাবে বসবাস করা ৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তরা সবাই দিনমজুর। 

তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আবু তাহের, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি তারেক ছিদ্দিকী । 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারিভাবে অর্থ সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা