× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী মেডিকেলে বন্ধ চিকিৎসাসেবা, বিপাকে রোগী

রাজশাহী অফিস

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ২০:২৫ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ২০:৪৩ পিএম

ইন্টার্ন চিকিৎসকরা মিছিল নিয়ে এসে চিকিৎসাসেবা বন্ধ করে দেন। প্রবা ফটো

ইন্টার্ন চিকিৎসকরা মিছিল নিয়ে এসে চিকিৎসাসেবা বন্ধ করে দেন। প্রবা ফটো

রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালের আউটডোরে ইন্টার্ন চিকিৎসকরা মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১১টায় মিছিল নিয়ে এসে হঠাৎ চিকিৎসাসেবা বন্ধ করে দেন। এ সময় আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা হাজার হাজার রোগী চরম বিপাকে পড়েন। তাদেরকে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে দেখা যায়।

শুধু আউটডোরেই না জরুরি চিকিৎসা ব্যতীত সকল চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন রামেক হাসপাতালের চিকিৎসকরা। এমনকি তারা সহকর্মীদের প্রাইভেটে প্র্যাকটিসও বন্ধের আহ্বান জানিয়েছেন। এমন অবস্থায় চিকিৎসাসেবা না পেয়ে অসহায় রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়েছেন।

ঠাকুরগাঁও থেকে কোলের নাতনিকে নিয়ে রামেক হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রাহেলা বেগম বলেন, নাতনিতে নিয়ে হাসপাতালের আউটডোরে এসেছিলাম। চিকিৎসক বলেছে কাল আসতে। এখন হোটেলে থাকতে হবে।

নগরীর বেলপুকর এলাকার আসমা বেগম বলেন, আমার ছেলের গত কদিন ধরে জ্বর। ওকে নিয়ে এসেছিলাম। চিকিৎসক না দেখে চলে যেতে বলল।

ইন্টার্ন চিকিৎসকদের দাবি, ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না।

রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ তাদের ৫ দফা দাবি তুলে ধরেন বলেন, এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না উক্ত আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে ও বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটস শিক্ষার্থীদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। বিএমডিসি ও বিডিসি ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওসিটি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে। ডাক্তারদের বিসিএস-এ বয়সসীমা ৩৪ বছর করতে হবে। সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল ম্যাটস ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহ বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে পাশ করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে ম্যাটস এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিকে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

চিকিৎসকরা বলছেন, আদালতে মেডিকেল অ্যাসিন্ট্যান্ট স্কুলের শিক্ষার্থীদের করা রিটের রায় এমবিবিএস চিকিৎসকদের পক্ষে না আসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা। রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু বলেন, হাসপাতালে জরুরি সেবা ব্যতীত সকল চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। প্রাইভেটেও প্র্যাকটিস বন্ধ করতে সকল চিকিৎসককে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বুধবার রায় আমাদের পক্ষে না আসলে আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে চিকিৎসকরা হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ায় রোগীদের পাশাপাশি বিপাকে পড়েছেন সরকারি হাসপাতালসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে. বিশ্বাস বলেন, চিকিৎসক ও ইন্টার্নরা কর্মবিরতিতে থাকায় আমরা কিছুটা বিপাকে পড়েছি। তবে অন্য চিকিৎসকদের রোস্টার পরিবর্তন করে সেবা অব্যাহত রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা