নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৯:৪৪ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫ ২০:৪১ পিএম
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাসের অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।
সোমবার (১০ মার্চ) রাত সোয়া ১টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, সোহাগের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত সোহাগ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে। একই ঘটনায় এর আগে তার স্ত্রী রুপালী, ১৮ মাস বয়সি মেয়ে সুমাইয়াসহ তিনজন মারা গেছেন।
সোমবার (৩ মার্চ) রাতে ঘুমন্ত অবস্থায় সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ওই বাসার দুটি কক্ষে জমা গ্যাস থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন- হান্নান, সোহাগ, সাব্বির, সুমাইয়া, রুপালি, সামিয়া, জান্নাত ও নুরজাহান লাকি। এদের মধ্যে হান্নান, সুমাইয়া, রুপালি ও সোহাগ মারা গেছেন। দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।