ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৯:১২ পিএম
প্রবা ফটো
কিশোরগঞ্জের ভৈরবে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ভৈরব গোস্ত হাউজের মালিক খুর্শিদ মিয়াকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজহারুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যানেটারি ইন্সপেক্টর নাজির মাহমুদ, ভৈরব থানার এসআই ফরিদুজ্জামানসহ ভূমি অফিস কর্মকর্তা ও ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর গাছতলাঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভৈরব গোস্ত হাউজ নামে এক মাংস বিক্রেতার দোকানে মৃত গরুর মাংস পাওয়া যায়। এ ঘটনায় গোস্ত হাউজ মালিক খুর্শিদ মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন গরুটি অসুস্থ ছিল। পরে পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তিনি মৃত গরুর মাংস বিক্রি করছেন। এ ঘটনায় খুর্শিদ মিয়াকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। পরে মাংসগুলো জব্দ করে এলাকাবাসীর সহযোগিতায় মাটি চাপা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি জানান, রমজান মাস উপলক্ষে ভৈরবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কমলপুর গাছতলাঘাট এলাকায় মৃত গরুর মাংস বিক্রি হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পুরো মাস জুড়ে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবেন বলেও জানান তিনি।