নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৭:২৫ পিএম
প্রবা ফটো
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গরুর খামারের কর্মচারী জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু ডাকাতির ঘটনায় এক যুবদল নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এসব তথ্য জানান।
আটকরা হলো, দুর্গাপুর উপজেলার দুর্গাশ্রম রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া, শুকনাকুড়ি রামবাড়ি এলাকার মহর আলীর ছেলে আবদুল মান্নান এবং একই গ্রামের আবদুল কাদেরের ছেলে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল আউয়াল।
নিহত জয়নাল উদ্দিন দুর্গাপুর উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি আড়াই মাস ধরে স্থানীয় হাবিবুল্লাহর গরুর খামারে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, গত বুধবার রাত ১১টার দিকে কর্মচারী হেলাল তার দায়িত্ব শেষ করে জয়নালের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরদিন সকালে এসে তিনি দেখেন জয়নালকে ঘরের খুঁটির সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং তিনি মারা গেছেন।
এ ঘটনায় নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়।
তদন্তের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে দোলন মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল মান্নান ও আবদুল আউয়ালকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম, দুর্গাপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (পূর্ব) সাইদুর রহমান এবং ওসি (পশ্চিম) আরমান আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।