ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে সায়ান নামে তিন মাস বয়সি এক শিশু চুরি হয়েছে। সোমবার (১১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু সায়ান সদর ভুল্লি মুন্সিরহাট এলাকার শিমুল ও হাসি বেগম দম্পতির সন্তান। ঘটনার পর পরিবারের সদস্য ও উত্তেজিত জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিশুটিকে উদ্ধার দাবি জানান তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিক করে দেওয়া হয় সড়ক যোগাযোগ।
সায়ানের বাবা শিমুল বলেন, রবিবার রাতে আমার ছেলের শ্বাসকষ্ট শুরু হলে আমি হাসপাতালের শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করাই। এবং আজকে রাতে আমি সন্ধ্যায় একটু বাসা যাই। আমার বউ এবং সন্তান এখানে থাকে। রাত ৯টার দিকে বোরখা পরিহিত এক মহিলা আমার সন্তানকে চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুরি হওয়া শিশুটি উদ্ধারে জরুরি বৈঠকে বসেন।
হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, ‘হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ দেখে চুরি যাওয়া শিশু উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ‘ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তিন মাস বয়সি এক নবজাতক চুরি ঘটনা ঘটেছে। চুরি হওয়া শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে।