প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১২:০৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫ ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
বকেয়া বেতন ও কারখানা শ্রমিককে মারধরের ঘটনায় অবরোধ করে রাখা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা। ফলে দুই মহাসড়কে এখন যানচলাচল শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাকের আশপাশের বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু করে। এ সময়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ থাকে। শিল্প পুলিশ এসে বুঝিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টা থেকে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মৌচাকো অবস্থিত গ্লোবাস কারখানার শ্রমিককে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল ৮টার দিকে ওই কারখানার শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা এসে বুঝিয়ে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের আন্দোলনের ফলে আশপাশের অন্তত ১৫টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।
গ্লোবাস কারখানার শ্রমিক রেজাউল ইসলাম বলেন, আমাদের কারখানার শ্রমিককে অফিসে ডেকে নিয়ে স্টাফরা মারধর করে। এসময় সব শ্রমিকরা কর্মবিরতি ও কয়েকটি দাবি করা হয়। সেদিন দাবিগুলো মানলেও এরপর থেকে কারখানা খুলছে না এবং গায়ে তোলার বিচারও করছে না।
মন্ট্রিমস লিমিটেড নামে কারখানার শ্রমিক লাবিব হোসেন বলেন, মৌচাকের একটি কারখানায় ঝামেলার কারণে কিছু শ্রমিক আমাদের কারখানার সামনে আসে। পরে সকাল ৯ টার দিকে আমাদের কারখানা ছুটি দিয়ে দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে শ্রমিকরা গত মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করছে। বেলা ১১টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।