× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোহাজারীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত, অর্ধ কোটি টাকা ক্ষতি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৯:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দোহাজারী পৌরসভার হাজারী শপিং সেন্টার সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে ৬টি দোকান ভস্মীভূত হয়েছে। ধারণা করা হচ্ছে এ অগ্নি-দুর্ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে এনে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রবিবার (৯ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ভোর ৪ টা ৩০ মিনিটের সময় দোহাজারী হাজারী শপিং সেন্টারের পাশের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুদি দোকান,  পানের দোকান কুলিং কর্নারসহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, অঞ্জন পাল (মুদি দোকানদার), আলী আকবর (কুলিং কর্নার) জাহাঙ্গীর আলম (পানাহার রেস্টুরেন্ট) নাসির উদ্দিন (কুলিং কর্নার) নুরুল মোস্তফা ও আব্দুর রশীদ (পানের দোকান)। 

চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৬ টি দোকান ভস্মীভূত হয়ে যায়। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা সঠিক বলতে না পারলেও স্থানীয়রা বলছে পাশ্ববর্তী একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা