বগুড়া অফিস
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৬:০৪ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে শহরের চারমাথা কল্পনা ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গনিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মো. সজল এবং তার স্ত্রী হোসনে আরা।
তাদের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান।
এ বিষয়ে মনোয়ারুজ্জামান জানান, সজল ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে হাইওয়ের উপর দিয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌছালে একটি কালো মাইক্রোর সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজন ছিটকে পড়ে। তখন পেছনে থাকা দ্রুতগামী একটি বাস সজল ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল নিহত হোন। পরে তার স্ত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।