নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৫:১৯ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৫:২৪ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে ঘরে জমা গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পোশাক শ্রমিক রূপালি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
নিহত রূপালি সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনসেড বাসার ভাড়াটিয়া ও পোশাক শ্রমিক সোহাগের স্ত্রী।
একই ঘটনায় এখনও চিকিৎসাধীন আছেন নিহত হান্নানের স্ত্রী পোশাক শ্রমিক নুরজাহান আক্তার লাকী, মেয়ে জান্নাত, মেয়ে সামিয়া, ছেলে সাব্বির, নিহত রূপালির স্বামী পোশাক শ্রমিক সোহাগ।
এ বিষয়ে সার্জন ডা. শাওন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ভোরে রূপালি নামের এক নারীর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে তার শরীরের ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শনিবার রাতে হান্নান ও সুমাইয়া নামের দেড় মাসের শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত হান্নানের দুই মেয়ে সামিয়া ও জান্নাত কিছুটা আশঙ্কামুক্ত। তবে লাকি আর সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক।’
প্রসঙ্গত, সোমবার (৩ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পশ্চিম ধনকুন্ডা এলাকায় ওই বাসার দু’টি কক্ষে জমা গ্যাস থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় দুই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন। পরবর্তীতে ৮জনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের পর নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুই কক্ষের সেমিপাকা টিনসেড ঘরের নিচ দিয়ে গ্যাসের লাইন গেছে। সেখান থেকে কোনোভাবে গ্যাস লিকেজ হয় এবং এর থেকে ঘরের ভেতর গ্যাস চেম্বারের সৃষ্টি হয়। যে কোনোভাবে আগুনের স্পার্কের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং অগ্নিকাণ্ড সংঘটিত হয়।