প্রবা প্রতিবেদক ও কেরানীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৪:২৪ পিএম
প্রতীকী ছবি
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন মো. আশরাফুল ও দীপ সরকার। তারা পেশায় অটোরিকশাচালক।
রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার রাতে ধর্ষণের শিকার হন তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী কয়েক দিন আগে ঢাকায় আসেন। তিনি কাজ খুঁজছিলেন। ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাতে কেরানীগঞ্জে গেলে তিন অটোরিকশাচালক ওই নারীকে থাকা–খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে দেয়। আর বাকি দুজন পালিয়ে গেছে। ওই নারী জানায় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মামলা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্তের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারী ধর্ষণ শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।