× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদের ভেতর থেকে বের করে তিন ভাইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১২:১২ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৩:২৭ পিএম

মাদারীপুর সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর মডেল থানা। ছবি : সংগৃহীত

মাদারীপুরে ড্রেজার ব্যবসার জেরে মসজিদ থেকে বের করে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) সকালে সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুলের মা সুফিয়া বেগম।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদারের সঙ্গে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধ চলছিল একই এলাকার শাজাহান খানের। এর জেরে শনিবার সকালে বাড়ির সামনে একা পেয়ে শাজাহান তার লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা চালায়। প্রাণে বাঁচতে সাইফুল সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। তাকে রক্ষায় সাইফুলের বড় ভাই আতাউরসহ অন্যরা এগিয়ে গেলে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন। এসময় গুরুতর আহত হন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুলের চাচাতো ভাই পলাশ সরদার। 

ওসি বলেন, এই হামলা ও হত্যার ঘটনায় মমলা হলে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা