টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ০০:২৭ এএম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ মার্চ) রাত ৯টায় উখিয়ার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ রফিক (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে
৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে
এক রোহিঙ্গা আহত হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিক বুদ্ধিপ্রতিবন্ধী
বলে জানা গেছে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে বলে
জানান তিনি।
গত এক সপ্তাহের মধ্যে
রোহিঙ্গা ক্যাম্পে এটি দ্বিতীয় হত্যাকাণ্ড। এর আগে, গত ৫ মার্চ ২০নং রোহিঙ্গা ক্যাম্পের
হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।