× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালুখালীতে প্যানেল চেয়ারম্যানের হাতে ইউপি সদস্য মারধরের শিকার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ২৩:০৩ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ২৩:০৫ পিএম

কালুখালীতে প্যানেল চেয়ারম্যানের হাতে ইউপি সদস্য মারধরের শিকার

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকিরের বিরুদ্ধে ইউপি সদস্য আনোয়ার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার রায়নগর স্লুইচগেট বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে শনিবার (৮ মার্চ) কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকির শুক্রবার (৭ মার্চ) বিকেলে উপজেলার রায়নগর স্লুইচগেট বাজারে একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা করেন। এসময় রাজ্জাক ফকিরের সঙ্গে নাঈমুল ফকির, রেজাউল ফকির ও শুকুর আলী একযোগে অতর্কিত হামলা করেন। হামলার সময় আনোয়ার হোসেনের কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি ২৫ হাজার টাকা দামের মোবাইল ফোন হামলাকারীরা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় তিনি গুরুত্বর জখম হয়েছেন। পরে স্থানীয়রা আহত ইউপি সদস্য আনোয়ার হোসেনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য সাংবাদিকদের বলেন, ‘রাজ্জাক ফকির প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই কোনও ইউপি সদস্যর সঙ্গে পরামর্শ না করে বিভিন্ন বিল উত্তোলন ও কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই মিলে প্রতিবাদ করায় ইউপি সদস্য আনোয়ার হোসেনের ওপরে তিনি হামলা করেছেন। এখন আমরাও নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হামলার সঠিক বিচারের দাবি জানাই।

হামলার ব্যাপারে প্যানেল চেয়ারম্যান রাজ্জাক ফকির বলেন, ‘সে রায়নগর স্লুইচগেট বাজারে বিএনপিকে নিয়ে আজেবাজে কথা বললে শুকুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় আমি ঘটনাস্থলে গিয়ে নিষেধ করলে আমার ওপরে চড়াও হলে স্থানীয়রা তাকে আঘাত করে। তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে তাকে কালুখালী হাসপাতালে পাঠানো হয়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান বলেন, ‘অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা  নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা