× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের দুর্ঘটনার কথা বলে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ২২:০৪ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ০৯:৩১ এএম

ছেলের দুর্ঘটনার কথা বলে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র

ঢাকায় ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার কথা বলে অভিনব কায়দায় কিশোরগঞ্জের এক অভিভাবকের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। এ ঘটনায় গত ৬ মার্চ বিকাল ৫টার দিকে প্রতারণার স্বীকার এক ভুক্তভোগী অভিভাবক কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রতারণার স্বীকার কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্রি এলাকার ব্যবসায়ী মো. কামরুজ্জামান লস্কর।

ভুক্তভোগী মো. কামরুজ্জামান লস্কর জানান, তার ছেলে আবিদ ইয়াসার সাদমান ঢাকায় ডিওএইচএস এর বাসা থেকে মীরপুর ইউনিভার্সিটি অব প্রফেশনাল এ লেখাপড়া করে। গত ৬ মার্চ বিকাল ৫টার দিকে তার মোবাইলে অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি নম্বর থেকে জানায় যে, তার ছেলে সাদমান তার বন্ধুসহ উত্তরার দিয়াবাড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়েছে। ফলে সেখানে একটি জুয়েলারি দোকানের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়। ছেলে ও তার বন্ধুও কিছুটা আহত হয়েছে এবং তাদেরকে পাশের ফার্মেসিতে চিকিৎসাও দেওয়া হচ্ছে বলে জানায় প্রতারক চক্রটি।

পরে ছেলে শাদমানের কান্না জড়িত হুবহু নকল কণ্ঠে ভুক্তভোগীর সঙ্গে কথাও বলায় প্রতারক চক্র। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানের মালিককে ২০ হাজার টাকা দিতে হবে। অন্যথায় ছেলেদের ছাড়বে না বলে জানায়। ওই প্রতারক আরও জানায়, তার বাড়ি কিশোরগঞ্জের পার্শ্ববর্তী এলাকার নান্দাইল উপজেলায় এবং শশুরবাড়ি কিশোরগঞ্জে। ছেলের এমন বিপদের কথা শুনে প্রতারকের কথায় বিশ্বাস করে তাৎক্ষণিক প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠায়। পরবর্তীতে বিস্তারিত জানতে ছেলে শাদমানকে মোবাইল করে জানতে চাইলে সে জানায়, সে ডিওএইচএস এর বাসায় ঘুমাচ্ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মোবাইল নম্বরের সূত্র ধরে খুব দ্রুত প্রতারক চক্রটিকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা