× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্জন হলে ঢুকতে না পারা তিন বন্ধুই এখন ঢাবি শিক্ষার্থী

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ০৯:৩৪ এএম

বাঁ থেকে জাবেদ আলী অপু, মু. আশিকুর রহমান আফফান ও মুঈন জিসান। ছবি : সংগৃহীত

বাঁ থেকে জাবেদ আলী অপু, মু. আশিকুর রহমান আফফান ও মুঈন জিসান। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিন বন্ধু। তাদের সবাই আত্মবিশ্বাসী ছিলেন উত্তীর্ণ হবেন। তাই ১ ফেব্রুয়ারি ঘুরতে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। তখন বহিরাগত বলে তাদের ঢুকতে দেয়নি হল প্রশাসন। ওইদিন তারা আক্ষেপের মুহূর্তটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন। ঢাবি শিক্ষার্থী হয়ে ওই ভিডিওটি ফেইসবুকে পোস্ট করবেন বলেও সংকল্প করেন। আর সেটাই হয়েছে।

বৃহস্পতিবারের (৬ মার্চ) প্রকাশিত ফলাফলের মেধা তালিকায় তিন বন্ধুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে উত্তীর্ণ হয়েছেন। এর পরে ১৭ সেকেন্ডের ওই ভিডিওটি উত্তীর্ণদের একজন মু. আশিকুর রহমান আফফান তার ফেইসবুক আইডি থেকে প্রকাশ করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ দশমিক ৪ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখেছে। ২৪৩ জন শেয়ার করেছেন। কমেন্টে করেছেন ৪৯১ জন। রিয়্যাক্ট করেছেন ১৭ হাজার ফেইসবুক ব্যবহারকারী।

মু. আশিকুর রহমান আফ্ফান  ১৪৬৩তম হয়েছেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল পৌরসভার মুসলিম পাড়া। তার বাবা প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান। অপর দুই কৃতি শিক্ষার্থী হলেন- শরীয়তপুরের মুঈন জিসান (৩৭তম) ও লক্ষ্মীপুরের জাবেদ আলী অপু (৩৯৯তম)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর আশিকুর রহমান তার প্রকাশিত ভিডিওর ক্যাপশনে লিখেন, বহিরাগত হওয়ার জন্য আমিসহ আমার বন্ধুদের ঢুকতে দেওয়া হয়নি কার্জন হলে। আলহামদুলিল্লাহ, আমরা তিনজনই এখন ঢাবি শিক্ষার্থী। একজন আবার ৩৭তম! এবার আমাদের ঢাবিতে না ঢুকতে দেওয়ার সাধ্য আছে কার? মহান রব ব্যতীত।

তিন বন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন, তখন তাদের কেবলই এক স্বপ্ন এই বিদ্যাপীঠের শিক্ষার্থী হওয়া। কিন্তু পর্যটক হিসেবে কার্জন হলের ভেতরে ঢোকার অনুমতি না পেয়ে তারা হতাশ ছিলেন না।

১৭ সেকেন্ডের ওই ভিডিওতে আশিকুর রহমান বলেন, আমরা কার্জন হলে ঘুরতে আসছিলাম, আমাদের ঢুকতে দেয়নি। আমরা স্টুডেন্ট হিসেবে একদিন এখানে ঢুকব, ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে ছবি তুলব। চান্স পাওয়ার পর ভিডিওটা ছাড়ব।

আশিকুর রহমান আফফান বলেন, সেদিন শুধু ঘুরতে গিয়ে ঢুকতে না পারার কষ্ট পেয়েছিলাম। এখন আমি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা ভাবতেই ভালো লাগছে। ঢাবির প্রতি আমাদের রাগ-ক্ষোভ কিছুই ছিল না, যারা আমাদের ঢুকতে দেননি, তারা নিয়ম মেনেই ঢুকতে দেননি। এ কারণে তাদের প্রতি রাগ-ক্ষোভ নেই। বিষয়টি আমরা ইতিবাচকভাবে নিয়েছিলাম। এখন আমাদের স্বপ্নের দুয়ার খুলে গেছে।

আশিকুর রহমান আফফানের বাবা এবিএম মিজানুর রহমান বলেন, আফফান সেনাবাহিনী কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার জন্য মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা এজন্য অনেকটা ভেঙে পড়েছিলাম। তবে ও (আফফান) বলেছিল, সে ভালো কিছু করবে। তাই হয়েছে। আল্লাহর রহমতে সে ঢাবিতে চান্স পেয়েছে। তার এ সফলতায় বাবা হিসেবে আমি গর্বিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা