সিংড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ২১:১৯ পিএম
মাসুদ আলী। ছবি : সংগৃহীত
নাটোরের সিংড়ায় গাছচাপায় শিক্ষক নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৮মার্চ) দুপুর দেড়টার দিকে নিজবাড়ির পুকুর পাড়ে কাটা গাছের আঘাতে মাসুদ আলী নামে এক শিক্ষক মারা যান।
নিহত মাসুদ আলী ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বিয়াশ কারীগর মহল্লার মৃত আত্তাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মাসুদসহ তিন ভাই একটি গাছ কাটতে বাগানে আসেন। কাটার শেষ পর্যায়ে গাছটি মাটিতে পড়ার আগে মাসুদের শরীরে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ডাহিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দুলাল হোসেন বলেন, তার এক ভাই ক্যান্সারে মারা গেছেন। এক বছর আগে তার বাবাও মারা যান। মাসুদ আলী শিক্ষকতা করে জীবনযাপন করছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।