× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৯:০৫ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৯:০৫ পিএম

ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ মৃতপ্রায় গরু জবাই করে বিক্রির দায়ে রফিকুল ইসলাম নামে এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গোবিন্দাসী টিমোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

অভিযুক্ত রফিকুল ইসলাম উপজেলার কুকাদাইর গ্রামের মৃত বদি মিয়ার ছেলে। 

জানা গেছে, আজ সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী ফারুক হোসেনের একটি গরু অসুস্থ হয়। পরে স্থানীয় কসাই রফিকুল ইসলাম তা কম মূল্যে ক্রয় করে জবাই করে ৬০০ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি শুরু করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ সহকারে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পান তিনি। পরে ২৫ টাকা জরিমানা করা হয় ওই কসাইকে। এসময় ভেটেরিনারি সার্জন ডাক্তার তারেকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির বিষয়টি হাতে-নাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা