নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৯:০০ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম
প্রবা ফটো
বরিশালে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নগরীর রুপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করেছে রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা।
শনিবার (৮ মার্চ) বেলা ১২টার পর থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশালের দপদপিয়ার খয়রাবাদ সেতু এলাকার চেকপোস্টে আলফা মাহিন্দ্রা শ্রমিকরা বাস মালিক সমিতির লাইন সম্পাদকসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। এ ঘটনায় রূপাতলী বাস শ্রমিকরা গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদে বেলা ১২টার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি তুলে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা।
রহিম নামের এক যাত্রী জানান, ঝালকাঠি যাবার জন্য এসেছিলাম। এসে শুনি বাস চলাচল বন্ধ।।এতে চরম দুর্ভোগে পড়েছি জানিনা কখন বাস চলাচল স্বাভাবিক হবে। এদিকে অফিসের কাজে দ্রুত ঝালকাঠি না পৌঁছাতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। বিকল্প যানবাহন গুলোতে অতিরিক্ত ভাড়া চাচ্ছে।
আবির নামে আরেক যাত্রী জানান, সকাল ৮ টায় মাকে নিয়ে ডাক্তার দেখাতে পিরোজপুর থেকে বরিশালে আসছিলাম। ডাক্তার দেখানো শেষে এসে দেখি বাস চলাচল বন্ধ। অসুস্থ মাকে নিয়ে এখন ভোগান্তিতে পড়েছি।
রুপাতলী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের ঘটনায় যারা জড়িত দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।