চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৮:৫১ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয়রা ধর্ষণের কথা বললেও ওই ছাত্রীর বরাত দিয়ে পুলিশ বলছে, ধর্ষণচেষ্টা হয়েছে। পরে স্থানীয়রা টের পেলে অভিযুক্তরা ওই ছাত্রীকে রেখে পালিয়ে যায়।
শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার
মুরাদপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তার
এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই কলেজছাত্রী। ওই এলাকার
বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময়
চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা ছাত্রীর
বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন
খবর পেয়ে তাকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা
পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে
উদ্ধার করে।
রিদোয়ান হৃদয় নামে স্থানীয় একজন বলেন, গুলিয়াখালি বিচে ওই ছাত্রীকে চারজন মিলে ধর্ষণ করেছে। ওই চারজন গুলিয়াখালির স্থানীয় বাসিন্দা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে উপস্থিত হই এবং সীতাকুণ্ড থানা পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত হন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ভিকটিমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মায়ের
উপস্থিতিতে তার স্টেটমেন্ট নিয়েছি। তিনি বলেছেন, তার বন্ধু ও দুই ছোট ভাইকে নিয়ে
তিনি সৈকগে ঘুরতে যান। তখন তিন-চারজন তাকে জোড় করে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। তার
চিৎকার শুনে তার ভাইয়েরা ও এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকরা তাকে ছেড়ে দিয়ে চলে যায়।
তার মেডিকেল চেক আপসহ পরবর্তী পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। আর অভিযুক্তদের গ্রেপ্তারে
অভিযান চলছে।’