রাজশাহী অফিস
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৮:০৫ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৮:০৬ পিএম
রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকার মুরারীপুর সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে পাথর বোঝাই ট্রাকচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮) ও এই থানা এলাকার সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী (৩০)।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে দুইজনেই মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তারা মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং পাথর বোঝাই ট্রাকটি জব্দ করে।
ওসি রবিউল ইসলাম বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।