চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৭:৫৯ পিএম
প্রতীকী ছবি
কক্সবাজারের চকরিয়ায় তামাক চুল্লীতে জ্বালানি দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক নারী নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত জান্নাত আরা বেগম ( ৪০ ) একই এলাকার ফজল করিমের স্ত্রী।
নিহতের স্বজনদের বরাতে ইয়াছিন মিয়া বলেন, ভোরে চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর এলাকায় জনৈকা জান্নাত আরা বেগম ঘর থেকে বের হয়ে নিজেদের তামাক শোধনের চুল্লীতে জ্বালানি কাঠে আগুন জ্বালাতে যান। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা পালছুট একটি বন্যহাতি তার ওপর হানা দেয়।
স্বজনরা জানিয়েছেন, আক্রমণকারী হাতিটি জান্নাত আরাকে প্রথমে শুড়ে জড়িয়ে আছাড় মারে। পরে পা দিয়ে পিষ্ট করে। এতে জান্নাত আরা বেগম ঘটনাস্থলেই মারা যান।
খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে বলে জানান ওসি।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন জানান, উত্তর সুরাজপুর এলাকায় বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর শুনেছেন। পরে বনবিভাগের কর্মিদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক তথ্যাদি সংগ্রহ করেছে। এ ব্যাপারে দাপ্তরিক কার্যাদি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।