মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৭:৫৮ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৮:৪৪ পিএম
মাগুরা সদর থানা। ছবি : সংগৃহীত
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশুকে ‘ধর্ষণের’ ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) ওই শিশুর মা আয়েশা আক্তার বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন।
মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজিব শেখ (১৯), সজিব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭) ও সজিবের মা জাহেদা বেগম (৪০), বাবা হিটু শেখকে (৪৭)।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলমান আছে। মৌখিক অভিযোগের ভিত্তিতে মামলার আসামিদের আগেই গ্রেপ্তার করা হয়েছে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তাদের এজাহারভুক্ত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়।
শিশুটির মা আয়েশা আক্তার বলেন, মেয়ের এখনও জ্ঞান ফেরে নাই। ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না তারা। তবে এ ঘটনায় তিনি চারজনের নামে মামলা করেছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
তিনি বলেন, মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত থেকে লাইভ সাপোর্টে রয়েছে।