× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাথাবিহীন নারীর লাশ উদ্ধারের তিন দিন পর মাথা খুঁজে পেল পুলিশ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৭:২৫ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৭:৩১ পিএম

মাথাবিহীন নারীর লাশ উদ্ধারের তিন দিন পর মাথা খুঁজে পেল পুলিশ

লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে মাথাবিহীন নারীর (৪৪) মরদেহ উদ্ধারের তিন দিন পর মাথা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী সীমান্তের ৯২৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি তামাক ক্ষেতে গর্ত করে পুতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার দুপুরে সদর উপজেলার ফুলগাছ এলাকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভুট্টাক্ষেতে নারীর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় একজন শ্রমিক। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক সাংবাদিকদের নিহত নারীর পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। ওই নারীর নাম হাসিনা বেগম, তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী।

ঘটনার পর থেকে স্বামী পলাতক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় আশরাফুলের প্রথম স্ত্রী মেহেরুন বেগমকে (৪৮) আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য মতে, শনিবার দুপুরে দুর্গাপুর সীমান্তের কুটিবাড়ী এলাকায় লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডলের নেতৃত্বে তল্লাশি চালিয়ে একটি তামাক ক্ষেতে পুতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, এ ঘটনায় ভুট্টাক্ষেতের মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। নিহত হাসিনা বেগমের সতিন মেহেরুন বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যমতে শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী সীমান্তের একটি তামাক ক্ষেতে মাটিতে গর্ত করে পূতে রাখা অবস্থায় মাথাটি উদ্ধার করা হয়। স্বামী আশরাফুলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা