যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৭:০৭ পিএম
প্রবা ফটো
বিয়ের পর ৮ বছর ধরে অপেক্ষা করে অবশেষে তহমিনা-জিয়াউর নিঃসন্তান দম্পতির ঘরে একসাথে এলো চার সন্তান! তাদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। তাদের নাম রাখা হয়েছে জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে যশোর আদ্-দ্বীন হাসপাতালে তহমিনা খাতুন নামে এক নারীর সিজারিয়ানের মাধ্যমে এ চার সন্তান জন্ম দেন। চার সন্তান ও মা সুস্থ রয়েছে। একসাথে চার সন্তান জন্ম দেওয়ায় তাহমিনা ও জিয়াউর রহমান সুইট দম্পতি আনন্দে ভাসছেন।
হাসপাতাল সূত্র জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসদাহ সুটিয়া গ্রামের তহমিনা খাতুন দীর্ঘ আট বছর পর বৃহস্পতিবার রাতে (যশোর শহরের আদ্-দ্বীন হাপতালে) চার সন্তানের জন্ম দেন। তাহমিনার ২০১৫ সালে বিয়ে হয় জিয়াউর রহমান সুইট নামে এক ব্যক্তির সাথে। বিয়ের তিন বছর পর সন্তান আসে তার গর্ভে। সে সন্তান পৃথিবীর মুখ চোখে দেখেনি। এরপর দীর্ঘ ৮ বছর পর গর্ভ ধারণ করেন তিনি। বৃহস্পতিবার রাতে সিজারিয়ানের মাধ্যমে একসাথে চার সন্তান জন্ম দেন। এরমধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।
নবজাতকদের বাবা জিয়াউর রহমান জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ৮ বছর তারা নিঃসন্তান ছিলেন। দশ মাস আগে সন্তান সম্ভবা হন তহমিনা খাতুন। বুধবার সকালে জীবননগর থেকে যশোরে এসে তার স্ত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকাল তিনটার দিকে অস্ত্রপচারের মাধ্যমে তার স্ত্রী তহমিনা খাতুন চার সন্তানের জন্ম দেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শীলা পোদ্দার বলেন, জীবন নগরের তহমিনা নামে এক নারী ‘একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছে। মা ও নবজাতকরা সুস্থ আছে। তবে জন্মের পর নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হওয়ায় তাদের এনআইসিতে রাখা হয়েছে।’ যে কারণে বিষয়টি আগে থেকে জানাজানি করা হয়নি। আশা করছি কয়েক দিনের ভিতরেই তারা স্বাভাবিক হবে।