× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর, মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৬:৫৪ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ। প্রবা ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মহাসড়ক অবরোধ। প্রবা ফটো

বাস ও তিন চাকার গাড়ির (মাহিন্দ্রা) দ্বন্দ্ব থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থী। এর প্রতিবাদে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ভোলা রোডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তিন শিক্ষার্থী হলেন, লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী তানজিল আজাদ, রবিউল ইসলাম ও ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। তবে অভিযুক্তদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে বাস ও মাহিন্দ্রার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তখন শিক্ষার্থীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়।

এদিকে মারধরের ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করলে চরম ভোগান্তিতে পড়ে কয়েকশত মানুষ। পরে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় তারা।

আহত শিক্ষার্থীরা জানান, বাস ও তিন চাকার গাড়ির মধ্যে ঝামেলা চলছিল। তারা সেখানে যান, যাতে রাস্তার মধ্যে তারা ঝামেলা না করে। সেই সময় এক সহপাঠীকে মারধর করলে সেখানে তারা প্রতিরোধ করতে গেলে তাদের তিনজনকে মারধর করে এবং অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এখনও এ ঘটনার অভিযুক্তদের শনাক্ত করা যায়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, শিক্ষার্থীদের মারধরের কথা শুনেই আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনাটি শুনেছি। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি যাতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আশা করছি দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনাবাহিনী আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা