কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৬:৪২ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৬:৪৫ পিএম
ধর্ষণের প্রতীকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনসান গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) সকালে ধানখালী ইউনিয়নের তাকে গ্রেপ্তার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনসান গেদু ওই মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর তারা পুলিশকে খবর দেয়।
ওসি মো. জুয়েল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলাও রুজু হয়েছে।