যশোর প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৬:৩৭ পিএম
প্রতীকী
যশোরে চৌগাছা উপজেলায় মাদকাসক্ত ছেলে মোহাম্মদ রবিনের (২২) হাতে শরিফুল ইসলাম (৪৫) নামে এক বাবার মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম (৪৫) পাতিবিলা গ্রামের আলী বক্সের ছেলে। শনিবার (৮ই মার্চ) ভোরে উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে রবিন পলাতক রয়েছেন।
এ দিকে জেলার সদর উপজেলার জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে তিন চাচাতো ভাইয়ের হাতে শহিদুল ইসলাম (৫২) নামের একজন খুন হয়েছেন। শহিদুল উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর যোগী গ্রামের মৃত আজহার বিশ্বাসের ছেলে। শনিবার দুপুর একটার দিকে উপজেলার যোগী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের মাধ্যমে জানা গেছে, শরিফুল ইসলাম একজন কৃষক। তার ছেলে মাদকাসক্ত রবিনের চাহিদা পূরণ করতে না পারায় পিতা ও পুত্রের মধ্যে প্রায় ঝগড়া লেগে থাকত। শনিবার ভোরে শরিফুল সেহরি খাওয়ার সময় ছেলে রবিনের সঙ্গে বাগবিতাণ্ডায় জড়ান। এক পর্যায়ে রবিন ধারালো দা দিয়ে বাবা শরিফুলের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। হামলার সময় রবিনের সৎ মা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও কোপাতে যান, এ সময় তিনি চিৎকার দিয়ে পালিয়ে রক্ষা পান। পরে প্রতিবেশীরা ছুঁটে গিয়ে শরিফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রবিন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। তিনি তার বাবার কাছে টাকা চাইতেন। টাকা না দিলে বাবা-ছেলের মধ্যে প্রায় সময় ঝগড়া হত। গতকাল সন্ধ্যা রাতে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ দিন ভোরে রবিন তার বাবা শরিফুলকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, রবিন মাদক সেবী। প্রায় সময় বাবা-ছেলের মাঝে ঝগড়া হত। শনিবার ভোরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিন দা দিয়ে তার বাবাকে হত্যা করে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে পুলিশ গঠনাস্থল পরিদর্শন করে। অভিযুক্ত রবিনকে আটকের চেষ্টা চলছে। তবে এতে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।’
ভাইয়ের হাতে ভাই খুন
এ দিকে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে আপন তিন চাচতো ভাইয়ের হাতে শহিদুল ইসলাম (৫২) নামে একজন খুন হয়েছেন।
এ ঘটনায় নিহত শহিদুল ইসলামের আপন তিন চাচাতো ভাই রাসেল (২৫), ইখলাস (৪০) ও বিল্লাল (৪৫) হোসেনকে পুলিশ আটক করেছেন। তারা যোগী গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে জমির সীমানা নিয়ে শহিদুলের সঙ্গে তার আপন চাচাতো ভাইদের ঝামেলা হয়। পরে ইখলাস ও রাসেল মিলে চাচাতো ভাই শহিদুলকে কোদাল দিয়ে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেলার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’