× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশাকে নৌকা বানিয়ে সমাবেশে রাউজানের লাবু চন্দ্র

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম

সিএনজিচালিত অটোরিকশাকে নৌকা বানিয়ে চট্টগ্রামের সমাবেশে এসেছেন লাবু চন্দ্র দে। ছবি : প্রবা

সিএনজিচালিত অটোরিকশাকে নৌকা বানিয়ে চট্টগ্রামের সমাবেশে এসেছেন লাবু চন্দ্র দে। ছবি : প্রবা

স্থানীয় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে উপহার দিতে নিজের সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে চলন্ত নৌকা বানিয়েছেন রাউজানের লাবু চন্দ্র দে। তার সেই নৌকা সামনে করে রবিবার (৪ ডিসেম্বর) পলোগ্রাউন্ড মাঠে মিছিল নিয়ে এসেছেন এমপি ফজলে করিম চৌধুরী।

নিজের সিএনজি অটোরিকশাকে নৌকা বানানোর বিষয়ে জানতে চাইলে লাবু চন্দ্র দে বলেন, ‘এর আগে দুর্গাপূজায় আমি একটি নৌকা বানিয়েছিলাম। স্থানীয় এক যুবক এটা নেতাকে বলার পর তিনি আমাকে একটি নৌকা বানানোর কথা বলেন। আমার নিজেরও ইচ্ছা ছিল পলোগ্রাউন্ড মাঠের জন্য একটি নৌকা বানানো। পরে আমার খালাতো ভাইসহ গিয়ে সংসদ সদস্যের কাছ থেকে অনুমতি নিই। অনুমতি পাওয়ার পর আমার নিজের সিএনজি অটোরিকশাকে নৌকা বানানোর কাজ শুরু করি। চারদিন কাজ করার পর নৌকা বানিয়েছি। এতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা।’ 

তিনি আরও বলেন, ‘আমি নিজের উদ্যোগেই আমার বাবা এবং খালাতো ভাইয়ের সহযোগিতায় নৌকাটি বানিয়েছি। বাঁশ, কাঠ দিয়ে নৌকাটি তৈরি করেছি। বাঁশগুলোকে নৌকার আকৃতি দিতেই আমার তিন দিন সময় লেগেছে।’

লাবু চন্দ্র দে বলেন, ‘নেতার প্রতি ভালোবাসা থেকেই আমি নৌকাটি বানিয়েছি। তিনি সব সময় আমাদের পাশে থাকেন। তিনি রাউজানকে এক অনন্য অবস্থায় নিয়ে গেছেন। ওইটার স্বীকৃতিস্বরূপ আমি উনার উপহার হিসেবে এটি বানিয়েছি। সারা দিন সমাবেশ এলাকায় থাকব। এরপর তিনি আমাকে যেখানে নিয়ে যান সেখানে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা