লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২২:১৮ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ২২:২০ পিএম
লক্ষ্মীপুরে নিবন্ধন ছাড়াই খাদ্যদ্রব্য ট্যাং উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভির হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামশেদ আলম রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় তাহা মি অরেঞ্জ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এসময় কমলনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। অর্থ দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান মালিকের নাম আমজাদ হোসেন।
উপজেলা প্রশাসন জানায়, তাহা মি অরেঞ্জ প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। তারা অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় করে দণ্ডনীয় অপরাধ করেছে। এতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আমজাদকে ১লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে তৈরি করা খাদ্যদ্রব্যের নমুনা বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। ইউএনও জামশেদ আলম রানা আরও বলেন, রোজার মাসকে ঘিরে ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।