× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজার ব্যবস্থাপনায় রেঞ্জ ডিআইজির সতর্কবার্তা

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২২:১৭ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ২২:৩০ পিএম

বাজার ব্যবস্থাপনায় রেঞ্জ ডিআইজির সতর্কবার্তা

ট্রাফিক, বাজার ব্যবস্থাপনা ও ঈদের বাজারের নিরাপত্তা বজায় রাখতে রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনারের বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার (২ মার্চ) দুপুরে পুলিশ লাইন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কড়া সতর্কবার্তা দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার হোসেন ও পুলিশের রেঞ্জ ডিআইজি আশরাফুর রহমান।

রেঞ্জ ডিআইজি আয়োজিত সংবাদ সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার হোসেন বলেন, ট্রাফিক, ব্যবস্থাপনা ও ঈদের বাজারের নিরাপত্তা বজায় রাখতে প্রতিটি জেলার জেলা প্রশাসককে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিনিয়ত বাজার নজরদারি করতে জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশ, র‌্যাব, আনসার, বর্ডার গার্ডকে বিষেশ সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়। কোনও অবস্থায় সন্ত্রাসী ও মাদক সেবিদের আইন শৃংখলা অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। দেশের স্বার্থে এ সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান বিভাগীয় কমিশনার মোকতার হোসেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আশরাফুর রহমান বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ইতোমধ্যে সরকারের গৃহিত বিভিন্ন কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আগস্ট পরবর্তী সময়ে রেঞ্জের জেলাগুলোয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলাসহ নাশকতাকারী বা নাশকতার পরিকল্পনাকারী ১৫৫৭ জন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৯ জন অপরাধীসহ সর্বমোট ১৮৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে গত ৯ ফেব্রয়ারি থেকে পরিচালিত অপারেশন ডেভিলহান্টে ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া ৬ মাসে বিভিন্ন অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। তিনি এসময় সাংবাদিকদের কাছে অস্ত্র ও মাদকের একটি বিবরণ তুলে ধরেন। এসময় রেঞ্জ ডিআইজি আশরাপুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আকতার হোসেন জেলায় আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান। আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জেলা ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা