বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২২:১৫ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ২২:১৮ পিএম
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে ৭ম বারের মতো বরিশালের বাকেরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের উপস্থিতিতে ও নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন নেতৃত্বে র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালির শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীন, বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম জাফর আহম্মেদ প্রমুখ।