ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২০:৩৩ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ২০:৩৮ পিএম
শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্যবসায়ী উবায়দুল হক পাইলট হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ মার্চ) এ আলোচিত হত্যা মামলায় গ্রেপ্তারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
গ্রেপ্তারকৃত হত্যার মামলার প্রধান আসামি হলেন- কুলিয়ারচর বাজরা মাছিমপুর শেখ বাড়ির মো. শাহাদাত হোসেন।
ওসি হেলাল উদ্দিন জানান, ব্যবসায়ী উবায়দুল হক পাইলট হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেনকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর সে ১ মার্চ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে সে জানায়, তার আরও তিনজন সহযোগী ছিল।
এ বিষয়ে ওসি আরও জানান, উবায়দুল একজন চাল, কুড়া ও ভুসি ব্যবসায়ী ছিলেন। ফলে শাহাদাত হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। ব্যবসার প্রথমদিকে উবায়দুলের কাছ থেকে চাল, কুড়া ও ভুসি বাকিতে নিতেন তিনি। পরবর্তীতে সম্পর্কের আন্তরিকতা বেড়ে যাওয়ায় উবায়দুল ৫০ হাজার টাকা দিয়ে শাহাদাতকে একটি গরু কিনে দেন। এদিকে দেনাগ্রস্ত হওয়ায় উবায়দুলকে না জানিয়ে গরুটি বিক্রি করে দেন শাহাদাত। বিষয়টি জানার পর তাকে চাপ দেয় উবায়দুল। এতে হত্যাকাণ্ডের একদিন আগে শাহাদাত ৫০ হাজার টাকা দোকানে এসে দিয়ে যায়। এর পর তিনি এ টাকাসহ অন্য ব্যাবসায়িক টাকা ছিনতাইয়ের জন্য ৩/৪ জনকে নিয়ে পরিকল্পনা করের। পরে ছিনতাইয়ের একপর্যায়ে উবায়দুল শাহাদাত হোসেনকে চিনে ফেলায় ঘটনাস্থলে তাকে জবাই করে চলে যায়।
ওসি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে কাজ চলছে।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল উবায়দুল হক পাইলট। বাসার কাছাকাছি পশ্চিম তাড়াকান্দি এলাকায় পৌঁছামাত্র কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে ফেলে যায়। ঘটনার পর দিন বৃহস্পতিবার নিহতের মা আঙ্গুরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।