রাজশাহী অফিস
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৯:৩৯ পিএম
রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন। প্রবা ফটো
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
রবিবার (২ মার্চ) সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন করেন।
পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার অফিসে এসে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে র্যালিতে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ অংশ নেন।
র্যালি শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটাররা উপস্থিত ছিলেন।