মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৭:০৮ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৮:৪১ পিএম
র্যাবের হাতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার। প্রবা ফটো
হবিগঞ্জের মাধবপুরে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফত আলী (৪২), একই উপজেলার মুরাদপুর গ্রামের রবিউলের ছেলে আলমগীর মির্যা (২৫) ও সুলতানপুর গ্রামের মিয়াব আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২)।
সিলেট র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। এ ঘটনায় র্যাব বাদী হয়ে করা মাদকদ্রব্য মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।