নীলফামারী সংবাদদাতা
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৬:১৫ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৮:৪২ পিএম
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। প্রবা ফটো
নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
রবিবার (২ মার্চ) সকালে এ উপলক্ষে জেলা নির্বাচন অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। আয়োজিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, জেলায় মোট ভোটার রয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৭৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৪৪২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ৩২৩ জন ও হিজড়া রয়েছেন ৮ জন।