× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুপুরে কমিটি ঘোষণা, রাতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৫:১৬ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৫:৩০ পিএম

পাল্টা সংবাদ সম্মেলন করছেন যুবদলের একাংশের পদবঞ্চিতরা। প্রবা ফটো

পাল্টা সংবাদ সম্মেলন করছেন যুবদলের একাংশের পদবঞ্চিতরা। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলায় অ্যাডভোকেট আকবর হোসেন আরমানকে আহ্বায়ক ও সুজন পাটোয়ারীকে সদস্যসচিব করে ৩৫ জনের কমিটি ঘোষণা করা হয়। এবং পৌরসভায় নূরে হেলাল মামুনকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্যসচিব করে ৩৫ জনের কমিটি ঘোষণা করা হয়। 

এদিকে কমিটি প্রত্যাখ্যান করে উপজেলা ও পৌর যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিবের নেতৃত্বে একাংশ শনিবার রাতে স্থানীয় বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

জানা যায়, এ দিন দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়কের সই করা এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ ও হতাশা। কমিটি বাতিলের দাবিতে মাগরিবের পর বিক্ষোভ মিছিল বের করে।

রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান ও পৌর যুবদলের সদস্যসচিব জাহিদ মোহাম্মদের নেতৃত্বে কমিটি বয়কট করে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

এ সময় হাবিবুর রহমান বলেন, ‘যারা বিগত দিনে ধানের শীষের নির্বাচন না করে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। উপজেলা কমিটির আহ্বায়ক আকবর হোসেন ঠিকাদারি করেন। তিনি গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ঠিকাদারি নিয়ে ব্যস্ত ছিলেন। পৌর কমিটির আহ্বায়ক নুরে হেলাল পৌরসভার চাকরিজীবী। এ ছাড়া কয়েকজন প্রবাসে ছিলেন। এসব ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণার কারণে আমরা বয়কট করেছি। একই সঙ্গে কমিটি বাতিলের দাবি জানিয়েছি।’

রাত সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক নুরে হেলাল পাল্টা সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদের (পদপ্রাপ্ত) সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ও দলের জন্য নিবেদিত। বিএনপির একটা অংশ ইন্ধন দিয়ে এটা করিয়েছে, কমিটিতে স্থান পাওয়া বেশির ভাগ নেতাকর্মী আমাদের সাথে আছেন। এবং ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বর্তমান কমিটিতে উপজেলা ও পৌর সদস্যসচিব অভিযোগ করে বলেন, ‘গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে মাঠে ময়দানে ছিল, তাদেরকে মূল্যায়ন না করে আওয়ামী লীগের সাথে যারা লিয়াজোঁ করে চলছে এবং যাদের বিরুদ্ধে একটি মামলাও নাই তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।’

এ ছাড়া বর্তমান কমিটির আহ্বায়ক আরমান অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন। পাশাপাশি যারা গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে ছিলেন, তাদেরকে কমিটিতে রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য নেতাদের দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানান তারা। পাশাপাশি নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

এ দিকে পৌর যুবদলের নতুন আহ্বায়ক নূরে হেলাল পাল্টা সম্মেলনে বলেন, ‘একটি গোষ্ঠী বর্তমান এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছেন। গত ১৭ বছর যারা মাঠে ছিলেন, তাদের দিয়েই কমিটি করা হয়েছে। এটি চমৎকার একটি কমিটি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমিটিতে স্থান পাওয়ায় ৪০ জনের মতো। আগামীতে এই কমিটির মাধ্যমে যুবদলের নেতাকর্মীরা তাদের অধিকারের জন্য কাজ করবে বলে জানান তিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা