× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলে প্রথমবার ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’

খুলনা অফিস

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২৩:৪১ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ০০:৩৬ এএম

ব্রাজিলে প্রথমবার ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’

প্রথমবারের মতো ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’। আগামী ১৫ থেকে ১৮ জুন আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্য খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। এক্সপোর মূল লক্ষ্য বাংলাদেশি পণ্য ও সেবাকে লাতিন আমেরিকার বিশাল বাজারে তুলে ধরা এবং নতুন বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচন করা।  

এক্সপো এ উপলক্ষে শনিবার (১ মার্চ) বিকালে খুলনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর আর এইচ এম ইমরান চৌধুরী, সেক্রেটারি জেনারেল এমডি জয়নাল আবেদীন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক দিদারুল আলম ও আশরাফুল ইসলাম নুর।  

সভায় সেক্রেটারি জেনারেল এমডি জয়নাল আবেদীন এক্সপোর গুরুত্ব, সম্ভাবনা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাব্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।  
  
সভায় বক্তারা জানান, ব্রাজিল বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। দেশটিতে তৈরি পোশাক, কৃষিপণ্য, প্রযুক্তি ও বিভিন্ন শিল্পজাত পণ্যের বিশাল বাজার রয়েছে। আয়োজকদের মতে, ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ব্রাজিলসহ পুরো লাতিন আমেরিকায় ব্যবসা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিনি বলেন,  বাংলাদেশি উদ্যোক্তারা এই এক্সপোর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন, যা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
 
বক্তারা আরও জানান, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি ও ওষুধ শিল্প এসব খাতের বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে।  

‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’-এর আয়োজকরা আশা করছেন, এই প্রদর্শনী বাংলাদেশের বিভিন্ন খাতের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করবে। পাশাপাশি, বাংলাদেশ-ব্রাজিল অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

প্রদর্শনীতে বাংলাদেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা