কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২৩:২৩ পিএম
দেশের সবচেয়ে বেশি প্রবাসী কুমিল্লা জেলায়। দীর্ঘকাল ধরে প্রবাসীর সংখ্যায় এগিয়ে থাকা কুমিল্লা জাতীয় অর্থনীতি ও স্থানীয় অর্থ সম্প্রসারণে অসামান্য অবদান রাখছে। কুমিল্লার অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা রয়েছে।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার প্রবাসীদের একটি বড় অংশ আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যার মধ্যে সবচেয়ে বেশি আছে সৌদি আরব, ওমান, কাতার, সংযুুক্ত আরব আমিরাত, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, কুয়েত, ইতালি ও দক্ষিণ কোরিয়া।বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারি হিসেবের বাইরেও কুমিল্লার উপজেলাগুলো থেকে প্রবাসীরা অবৈধভাবেও দেশ ছেড়েছেন। তারা প্রবাসে গিয়ে জনশক্তিতে রূপান্তরিত হয়েছেন। অনেকে ভ্রমণ ও স্টুডেন্ট ভিসায় গিয়ে জনশক্তিতে রূপান্তরিত হয়েছেন। যার সম্পূর্ণ হিসেবে সরকারি নথিতেও নেই। আর এর বড় অংশ আছে কুমিল্লার।
২০২৪ সালের একটি সূচকে দেখা গেছে, কুমিল্লা থেকে গত এক বছরে গেছে ৯২ হাজার ১০০ জন। এই সংখ্যার আশাপাশেও কোনো জেলার সূচক নেই। দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লার পাশ্ববর্তী জেলা ৫৯ হাজার ৯৯৭ জন, টাইঙ্গাইল আছে তৃতীয় সূচকে ৪৫ হাজার ৫৭৭ জন, চতুর্থ অবস্থানে আছে কিশোরগঞ্জ ৪১ হাজার ২৩৫ জন ও সারা দেশে প্রবাসী পাঠানোর দিক থেকে পঞ্চম কুমিল্লার পাশ্ববর্তী চাঁদপুর জেলা। যারা এক বছরে পাঠিয়েছেন ৪০ হাজার ৭৪৯ জন। এছাড়াও প্রবাসী পাঠানোর দিক থেকে সর্বশেষ অবস্থানে আছে পার্বত্যজেলা রাঙামাটি। ২০২৪ সালে এ জেলা থেকে প্রবাসে গেছেন মাত্র ৬৯২ জন।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম বলেন, কুমিল্লা থেকে সবচেয়ে বেশি প্রবাসী সৌদি আরবে আছেন। প্রতিদিনই কেউ না কেউ প্রবাসে যাচ্ছেন। এই জেলায় প্রবাসীর সংখ্যা দেশের মোট প্রবাসীর ৯ শতাংশ।