× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় কৃষক সমাবেশ

লবণসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে তালবাহনা বন্ধ করুন : ইকবাল

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২৩:০৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২৩:১০ পিএম

লবণসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে তালবাহনা বন্ধ করুন : ইকবাল

লবণসহ কৃষি পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে কোনো প্রকার তালবাহনা সহ্য করা হবে না। রাজাখালী ওয়াকফ স্ট্যাটসহ সমগ্র চাষিদের উৎপাদিত লবণ ও জমির খাজনা নির্ধারণে যুক্তিসংঘত দাম নিশ্চিত করা না হলে উপকূল অঞ্চলের কৃষকদের নিয়ে উপজেলা প্রশাসন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে হুঁশিয়ার করেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন। পেকুয়ার রাজাখালী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

শনিবার (১মার্চ) বিকাল ৪টার দিকে রাজাখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক এসএম আমিন উল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলামের পরিচালনায় কৃষক সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সিদ্দিক রনি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনসুর আলম ইউনুস, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু জাফর এমএ, উপজেলা মহিলা দলের সদস্য সচিব শওকত আরা শেফু, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন,  ছরওয়ার উদ্দিন, ডা.জহিরুল ইসলাম, আবু ইউসুফ, রুহুল কাদের ইকবাল, রাজাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আল আব্বাস, যুগ্ম সম্পাদক মো.ইব্রাহিম, সাবেক ছাত্রদলের সভাপতি শাহাদত হোছাইন আরিয়ান, রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনসার উদ্দিন, সাবেক এম ইউপি রমিজ উদ্দিন আহমদ, শহিদুল ইসলাম আজিজ প্রমুখ। 
জমকালো আয়োজনে কৃষক সমাবেশে উৎপাদিত পণ্য প্রদর্শনী স্টল করা হয়। রাজাখালী ইউনিয়নের ৯টি সাংগঠনিক ওয়ার্ড় থেকে ব্যানার ও মিছিল সহকারে শত শত কৃষক দলের কর্মী ছাড়াও বিভিন্ন পেশার কৃষি শ্রমিকরা সমাবেশে উপস্থিত হয়ে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করণের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে সমাবেশস্থল।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা