× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের পাইকারি বাজারে যৌথ অভিযান, আটক ৬০

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২২:১১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২৩:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদকের পাইকারি বাজার হিসেবে পরিচিত হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সে সঙ্গে উদ্ধার করা হয়েছে মাদক ও টাকা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর  টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে শুরু হওয়া এই অভিযান রাত ৯টায় শেষ হয়।

অভিযান শেষে সংবাদ সম্মেলন করেন গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম।

তিনি বলেন, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সে সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। রমজান মাস জুড়ে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, মাদকের কারবারের জমজমাট খোলাবাজার হিসেবে পরিচিত টঙ্গী হাজী মাজার বস্তিতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলে। রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকে মাদক সরবরাহ করা হয়।

মাদকের পাইকারি বাজার এই মাজার বস্তিতে শতাধিক মাদকের দোকান রয়েছে। এসব দোকানের পাশাপাশি আশপাশের বাসাবাড়িতেও নিয়মিত পাইকারি হিসেবে মাদক বিক্রি হয়। এখান থেকে স্থলপথ, রেলপথ ও জলপথে দেশের বিভিন্ব স্থানে মাদক যায়। কক্সবাজার থেকে সরাসরি ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক টঙ্গীর মাজার বস্তিতে আসে। আর এখান থেকে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য পাইকারি বিক্রি হয়ে থাকে।

একটি সরকারি সূত্র জানায়, সম্প্রতি কক্সবাজারে একটি বড় মাদক কারবারের ঘটনার সন্ধান পাওয়ার পর ওই ঘটনার সূত্র ধরে এই অভিযান পরিচালিত হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা