× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে কৃষক সমিতির উদ্যোগে গণসংযোগ ও হাটসভা

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২২:১০ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২২:২৭ পিএম

শুক্রবার বিকালে উপজেলার জাগিরপাড়া বাজারে এ হাটসভা হয়। প্রবা ফটো

শুক্রবার বিকালে উপজেলার জাগিরপাড়া বাজারে এ হাটসভা হয়। প্রবা ফটো

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা কমিটির উদ্যোগে গণসংযোগ ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে জাগিরপাড়া বাজারে এ হাটসভা হয়।

এ গণসংযোগ ও হাটসভায় সভাপতিত্ব করেন সমিতির দুর্গাপুর উপজেলা সভাপতি আব্দুল মালেক সরকার। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হানের সঞ্চালনায় হাটসভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

হাটসভায় আরও বক্তব্য দেন- সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, নেত্রকোণা জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবীর, নেত্রকোণা জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান প্রমুখ।

বক্তারা হাটসভায় সরকারের কাছে বিভিন্ন দাবি জানায়। এগুলো হলো- সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে; সার-ডিজেল, সকল কৃষি উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমাতে হবে; ফসলের লাভজনক দাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে; ভূমি অফিস, কৃষি ঋণ বিতরণ ও পল্লি বিদ্যুতের অনিয়ম-হয়রানি-দুর্নীতি বন্ধ করে কৃষিক্ষেত্রে জাতীয় বাজেট এবং কৃষি ভর্তুকি বৃদ্ধি করতে হবে এবং ষাটোর্ধ্ব বয়সের কৃষকদের পেনশন চালু করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা