কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২১:৪৩ পিএম
প্রবা ফটো
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সেহাগ টেডার্স, ইয়াফাত ফিলিং স্টেশন ও সেনা লুব্রিক্যান্টের আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল বেগবতী টোয়েন্টিফোর ডট কম ও খবর কালীগঞ্জের ব্যানারে সাংবাদিকরা দুটি ভাগে ভাগ হয়ে এ খেলায় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বেগবতী টোয়েন্টিফোর খবর কালীগঞ্জকে ২৩ রানের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে।
টসে জিতে বেগবতী টোয়েন্টিফোর ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান গাজী টিভির ওলিয়ার রহমান ও দৈনিক কল্যানের সামছুল হক ইমন মাঠে নামেন। কিন্ত ইনিংসের ২য় ওভারে জুয়েল রানার ক্যাচের শিকার হন। পরে মাঠে আসেন ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ। তিনি ক্রিজে দাঁড়িয়ে রানের চাকা সচল রাখলেও মানবকণ্ঠের শাহজাহান আলী বিপাশের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এরপর দলীয় অধিনায়ক যুগান্তরের শাহারিয়ার আলম সোহাগ মাঠে নামেন। কিন্তু তার সতীর্থ ওলিয়ার রহমান আউট হলে খানিকটা চাপে পড়ে বেগবতী। পরে মিশন আলী ক্রিজে এসে সোহাগের সাথে জুটি বাধেন। তিনি মাঠের চারপাশে চার ছক্কাসহ ৫৪ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফেরেন। এরপর নামেন মিশন, আহসান কবির ও শোয়াইব, এহতেশাম রফিক। বেগবতী নির্ধারিত ১৫ ওভারে ১১৩ রানের একটি স্কোর দাঁড় করায়।
এদিকে ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খবর কালীগঞ্জের অধিনায়ক সমকালের জামির হোসেন ভালোই জবাব দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের ৩য় ওভারে শোয়াইবের বলে তিনি বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এরপর জুয়েল রানা ক্রিজে এসে বেপরোয়া ব্যাট চালাতে থাকেন। জুয়েল রানা ব্যক্তিগত ২৪ রানে আউট হন। পরে রিয়ন হোসেন রিংকন পরপর কয়েকটি ৪ ও ৬ হাকিয়ে প্রতিপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়ান। কিন্তু তার আউটের পর মানিক ঘোষ, মতিয়ার, মাসুদ রানা, সনেটসহ অন্যান্য ব্যাটসম্যানরা নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ১৫ ওভারে ৯০ রান করে ২৩ রানে পরাজিত হন তারা।
বিজয়ী দলের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাহারিয়ার আলম সোহাগ। খেলা শেষে ক্রীড়া সংগঠক অজিৎ ভট্রাচার্য্য, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, রেজাউল ইসলাম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
খেলাটি পরিচালনা করেন আকাশ হোসেন ও রাজু আহম্মেদ। খেলাটির মিডিয়া পার্টনার ছিল সবুজদেশ নিউজ ডট কম, কালীগঞ্জ টাইমস, স্বর্ণভূমি ডট কম, কালীগঞ্জ বার্তা ও বারোবাজার টিভি।