প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ
বাউফল প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২১:২২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ২১:২৭ পিএম
ছবি: সংগৃহীত
‘বাউফলে মামলা তুলে নিতে বিএনপি নেতার হুমকি’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে লুট হওয়া সেই তরমুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. মেহেদী হাসান (২০) ও গোলাম মর্তুজা (৪০)। তবে বিএনপি নেতা এনায়েত খানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার (১ মার্চ) পটুয়াখালীর বাউফলে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় লুট হওয়া সেই তরমুজ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের একটি বাসা থেকে এ তরমুজ উদ্ধার করা হয়। এর আগে মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মজিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘লুট হওয়া তরমুজের ৫০০ পিস উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি তরমুজ ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকার তরমুজ চাষী মো. মানিক ব্যাপারী ৮৬০ পিস তরমুজ ট্রলারে করে বরিশাল মোকামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত মেম্বারের ছেলে সাইফুল দলবল নিয়ে এসে ট্রলার মাঝিকে মারধর করে ট্রলার ছিনিয়ে নিমদী লঞ্চঘাট এলাকায় নিয়ে যান। চাষী মানিক ট্রলার ফিরিয়ে আনতে গেলে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন সাইফুল। চাঁদার টাকা না দেওয়ায় তাকে (চাষী মানিক) মারধর করে অন্য ট্রলারে করে তরমুজ লুট করে নিয়ে যায়। পরে ৫ হাজার টাকার বিনিময়ে ট্রলার ছাড়িয়ে আনেন চাষী মানিক।
এ ঘটনায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে চাষী মানিক বাদী হয়ে এনায়েত মেম্বার, তার ছেলে সাইফুলসহ ৪ জনের নামে বাউফল থানায় মামলা করেন। ওই দিন রাতেই মামলার প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের পর থেকেই মামলা তুলে নিতে চাষী মানিককে হুমকি দিয়ে আসছেন বিএনপি নেতা এনায়েত খান। যা নিয়ে গতকাল প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর পুলিশ বিশেষ অভিযান চালায়। পরে লুট হওয়া তরমুজসহ দুজনকে আটক করা হয়।