কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:২৬ পিএম
প্রবা ফটো
চাঁদপুরের কচুয়ায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।
শনিবার (১ মার্চ) উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, উপজেলার সাহাপুর গ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ করার চেষ্টা করে সাহাপুর এলাকার মসজিদের একজন ইমাম। পরে ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার দুপুরে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। বিকালে পুলিশি পাহারায় আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।