× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে স্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৭:২৯ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৯:৩৭ পিএম

শনিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। প্রবা ফটো

শনিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অরিয়ন ইনফিউশন লিমিটেড নামে স্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ওভারটাইমের টাকা পরিশোধ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৌইকে অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শনিবার (১ মার্চ) সকালে উপজেলার মৈকুলিতে কারখানার মূল ফটকের সামনে এ বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কারখানায় সাড়ে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। এর মধ্যে ২৮০ জন পুরুষ শ্রমিক, ২০ জন নারী শ্রমিক ও ৫০ জন স্টাফ কাজ করেন। শ্রমিকদের ৯ মাসের ওভারটাইম, ২০২০ ও ২০২৪ সালের বোনাস বকেয়া রয়েছে। বেশ কিছুদিন ধরে বকেয়া ওভারটাইম ও বোনাস পরিশোধ করতে মালিকপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ দেই-দিচ্ছি করে নানা ধরনের তালবাহানা করছে।

এ ছাড়া কারখানার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনয় কৃষ্ণ বাড়ৌই শ্রমিকদের নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। এসবের প্রতিবাদ করলেই প্রতিবাদী শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়।

শনিবার সকালে শ্রমিকরা মালিকপক্ষের কাছে তাদের বকেয়া পাওনা টাকা পরিশোধ করতে বলেন। তখন মালিকপক্ষ কোনো প্রকার সমাধান না করে শ্রমিকদের সঙ্গে হুমকির সুরে কথা বলেন। এর পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে প্রস্তুতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা