× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর নির্মাণাধীন দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাচ গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মামুন মোল্লা পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং সম্প্রতি তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচন করেছেন। ভুক্তভোগী রাসেদ আলম ওমান প্রবাসী।

প্রবাসীর ফুফাতো ভাই আবদুল গনি বলেন, ‘আমার মামাতো ভাই ওমান প্রবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে এবং তার পরিবারকে আমার মাধ্যমে দোকান নির্মাণের সময় বাধা দিয়ে চাঁদা দাবি করেন মামুন মোল্লা।’

তিনি আরও বলেন, ‘দোকান ঘরটি নির্মাণের সময় প্রথমে মামুন মোল্লা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা আদায় করে নিতে বিভিন্ন হুমকি ধামকি দেন, এক পর্যায়ে আমরা তার দাবি অনুযায়ী তাকে তিন লক্ষ টাকা চাঁদা দেই। বাকি ৭ লাখ টাকা দেওয়ার জন্য হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন, গতকাল রাতে তার নেতৃত্ব সংঘবদ্ধ একটি বাহিনী আমাদের দোকানটি ভেঙে দেয়, আমরা প্রশাসনের কাছে বিচার চাই।’

পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানী বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির সুযোগ নেই। কেউ যদি চাঁদাবাজি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে মোবাইলে জানতে চাইলে মামুন মোল্লা বলেন, ‘কারা ভাংচুর করেছে আমার জানা নেই। তবে তার সাথে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূইয়া বলেন, ‘রাতে টহলরত পুলিশে সামনে পরেন হামলাকারীরা। পুলিশ দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা