গরু-প্রসাধনী-মাদক উদ্ধার
শেরপুর সংবাদদাতা
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:০৬ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৭:০৩ পিএম
গ্রেপ্তার মাদক কারবারি। প্রবা ফটো
শেরপুরের সীমান্ত এলাকা থেকে ভারতীয় আটটি গরু, প্রসাধনী সামগ্রী ও মাদক উদ্ধারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- শুকুর ও রমজান আলী।
শনিবার (১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।
বিজিবি সূত্রে জানা গেছে, গারো পাহাড় সীমান্তের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া, হাতিপাগাড় এবং ময়মনসিংহের বান্দরকাটা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় আটটি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাব সাবান, ১ হাজার ১৫২ পিস সানগ্লাস জব্দ ও ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। চোরাকারবারিরা অভিনবপন্থায় এসব ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছিল। এ সময় মাদক কারবারি শুকুর ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তবর্তী যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।